Aajbikel

হাই কোর্টে ফের পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা, নতুন আবেদন শুনে বিরক্ত প্রধান বিচারপতি

 | 
টিএস শিবজ্ঞানম

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার পাহাড় জমেছে কলকাতা হাই কোর্টে। সোমবার পঞ্চায়েত ভোট সংক্রান্ত অন্তত ৭৩টি মামলার শুনানি রয়েছে বিভিন্ন বিচাপতির এজলাসে। এরই মধ্যে নতুন পঞ্চায়েত সংক্রান্ত আবেদন শুনে বিরক্তি প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সব মামলার শুনানি স্থগিত করে দেওয়ার হুমকিও দিলেন তিনি।

সোমবার  প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানব এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চে রয়েছে প্রায় ২৬টি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলা। এর মাঝে  একটি মামলায় নতুন আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। সেটা শুনেই বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। বিরক্তির সুরেই বলেন, ‘‘মামলা তো চলছে। কেন আবার নাক গলাচ্ছেন? এ নিয়ে তো অধীর রঞ্জন চৌধুরীর মামলা রয়েছে। তা ছাড়াও এত মামলা রয়েছে। এবার আমরা সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব। পঞ্চায়েত সংক্রান্ত মামলার জন্য শেষ কয়েক মাসে কোনও কাজ করা যাচ্ছে না।’’

মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘মামলা দায়ের তো করেছেন। নতুন করে আবেদন করছেন কেন? মামলা প্রত্যাহার করে নিন। না হলে মামলা খারিজ করে ২৪ ঘণ্টার মধ্যে কড়া অর্থদণ্ড করব। আপনারা কি আদালতের সঙ্গে রাজনীতির খেলা শুরু করতে চাইছেন? আদালতের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন।’’ প্রধান বিচারপতি ধমক দিলেও মামলাকারীর অনড় মনোভাব দেখাতে থাকে৷ এর পরেই প্রধান বিচারপতি তাঁর মামলা খারিজ করে জরিমানার নির্দেশ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির দফতরে ১ লক্ষ টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়। এর পরেই মামলাকারীর আইনজীবী দ্রুত আবেদন প্রত্যাহার করে নেওয়ার কথা জানান৷ 

Around The Web

Trending News

You May like