৪০ রাজনৈতিক কর্মী ঘরছাড়া! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আদালত

৪০ রাজনৈতিক কর্মী ঘরছাড়া! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আদালত

40 Political

কলকাতা: চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ঘরছাড়া বারুইপুর পূর্বের ৪০ জন সিপি(আই)এম কর্মী সমর্থক। কিন্তু এই ঘটনায় পুলিশ উদাসীন বলেই অভিযোগ উঠেছে। কারণে এফআইআর করা ছাড়া তারা আর কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি। এই ইস্যুতেই ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কেন এফআইআর করা ছাড়া আর কোনও ভূমিকা নিল না পুলিশ, প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের।

এদিন এই মামলায় একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বারুইপুর থানাকে ভর্ৎসনা করে জানিয়েছেন,  আগামী ৪ অক্টোবর কেসের আইও-কে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে। এছাড়া যেহেতু ঘরছাড়াদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাই তাদের বাড়ি তৈরির বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে ডিএমকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে আলোচনা করে পুলিশকে মামলাকারীদের জানাতে হবে যে কবে ঘরছাড়াদের বাড়ি ফেরানো সম্ভব। এরপর পুলিশি নিরাপত্তা দিয়ে তাঁদের ঘরে ফেরাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৪ তারিখই। 

মামলাকারী আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ৪০ সিপিআইএম কর্মী সমর্থক যাতে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই কারণেই তাদের মারধর করে ঘর ভেঙে এলাকা ছাড়া করিয়েছে শাসক দলের দুষ্কৃতিরা। মাধ্যমিক পরীক্ষাও দিতে পারেনি এই ঘরছাড়াদের সন্তানরা বলে দাবি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seventeen =