ক্ষতিপূরণ দিয়েও মৃতদের ফেরানো সম্ভব না, পঞ্চায়েত মামলায় ভারাক্রান্ত প্রধান বিচারপতি

ক্ষতিপূরণ দিয়েও মৃতদের ফেরানো সম্ভব না, পঞ্চায়েত মামলায় ভারাক্রান্ত প্রধান বিচারপতি

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত আদালত অবমাননার মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সব অভিযোগ উড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে আজ এই মামলার শুনানিতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য, নির্বাচনে যে প্রাণগুলি চলে গেছে সেগুলি কোনও ভাবেই ফেরত আনা সম্ভব নয়। আদালত অবমাননা রুল জারি করে বা ক্ষতিপূরণ দিয়েও সম্ভব হবে না। 

এদিন রাজ্য নির্বাচন কমিশন ডিভিশন বেঞ্চের কাছে জানায়, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী যে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। এমনকি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়েও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাহিনী ব্যবহারে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তারা। বরং কমিশনের দাবি, ৮২২ কোম্পানি বাহিনী চাইলেও ভোটের দিন ৬৩৭ কোম্পানি বাহিনী হাতে পেয়েছিল তারা। ১৮৫ কোম্পানি বাহিনীর ঘাটতি ছিল। এই নিয়ে আদালতে হলফনামাও জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

এছাড়া আদালতে তারা এও জানিয়েছে, হাতে পাওয়া সব বাহিনী ভোটের দিন বুথে মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে নির্বাচনী কাজে সরাসরিভাবে সিভিক পুলিশকেও ব্যবহার করা হয়নি। আগামী ১৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের চূড়ান্ত নির্দেশের পরই পঞ্চায়েত নির্বাচনের জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 10 =