কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের মধ্যে এদিন আবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাতে মৃত্যুও হয়েছে একজনের। উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। একই সঙ্গে এই ঘটনায় নির্বাচন কমিশনকে আবার ভর্ৎসনা করেছেন তিনি। যদিও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, পুলিশ পুলিশের মতো কাজ করছে। কিন্তু অনেক সাধারণ মামলাকেও এখন পঞ্চায়েতের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে।
চোপড়ার ঘটনা প্রসঙ্গে এদিন কমিশনের পক্ষের আইনজীবী আদালতে জানান, ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তবে রাজ্যের আইনজীবীর বক্তব্য, পুলিশ রিপোর্ট এসেছে তাতে কিছু জায়গায় অশান্তি হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়া কেন্দ্র করে। কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে সেটা সত্যি নয়। রাজ্যে প্রতিদিন বহু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলি এখন পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ মিছিল করেছেন, যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। অথচ তারাই আদালতে এসে বলছে পুলিশ কোনও কাজ করছে না। একই ভাবে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়ায় ১৪৪ ধারা জারি সত্বেও সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেছিলেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Election Commissioner in the state । বাংলা কি আজও মীরা পাণ্ডের শূন্যতা অনুভব করছে?” width=”789″>
উল্লেখ্য, এদিন সকালে চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা। কিন্তু আচমকাই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। গুলি চললে সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল এবং গুলিবিদ্ধ হন ওই তিন ব্যক্তি। তাদের মধ্যেই একজন মৃত্যুর কোলে ঢোলে পড়েন।