ধ্বংস হচ্ছে গড়ের মাঠের সবুজ, নোংরা দেখে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

ধ্বংস হচ্ছে গড়ের মাঠের সবুজ, নোংরা দেখে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

 কলকাতা: বাংলার রাজধানী কলকাতার প্রাণ, গড়ের মাঠের সবুজ ধ্বংস হচ্ছে৷ আবর্জনার স্তূপ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল৷

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নিজের কাজ শেষ করে ফিরছিলেন হাইকোর্টে৷ হঠাৎ স্তুপাকার কাগজ, যত্রতত্র নোংরা দেখে রীতিমতো বিরক্ত হন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ অবাক হন, রেড রোডের পাশে জঞ্জাল দেখে৷ বিরক্ত হয়ে সোমবার বিচারপতি অতিরিক্ত সলিসিটর জেনারেল ও এডভোকেট জেনারেলকে জানিয়ে দেন, ময়দানে জঞ্জাল কেন? সে বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা করছে হাইকোর্ট৷

শুধু জঞ্জাল ফেলা নয়, মাঠের মধ্যে যেভাবে বেআইনি পার্কিং করা হয়, রাস্তাজুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, তা নিয়েও ক্ষুব্ধ তিনি৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্ধপাধ্যের ডিভিশন বেঞ্চে সেনা, রাজ্য-সহ সব পক্ষকে ২৪ ডিসেম্বর শুনানিতে হাজির থাকার নির্দেশ দিয়েছে৷ এদিন বিচারপতি হসপিটাল রোড, কুইন্স রোড, ডাফরিন রোড, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড, খিদিরপুর রোডের কথা উল্লেখ করে বলেন, এই সব রাস্তার দু’ধারে বেয়াইনি পার্কিং চলছে৷ সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ থাকার পরেও কীভাবে ময়দানে পার্কিং হচ্ছে? এদিন ময়দানে গিয়ে দেখা যায়, শীতের আমেজ উপভোগ করতে প্রচুর মানুষ ময়দানে ভিড় করেছেন৷ পাল্লা দিয়ে বেড়েছে প্লাস্টিক, কাগজের ঠোঙা, চায়ের কাপ ইত্যাদি৷ ময়দানের পাশে সার দিয়ে থাকা বাইকের সংখ্যা দেখলে মনে হবে ময়দানে যেন মেলা বসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 2 =