hc
কলকাতা: কাঁথির প্রাক্তন পুরপ্রধান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট থেকে বড় স্বস্তি পেলেন। প্রতিহিংসামূলক আচরণের জেরে তাঁর বিরুদ্ধে যে মামলা করেছিল রাজ্য সরকার সেই মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছে আদালত। জানানো হয়েছে, আরও ৩ সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। একই সঙ্গে তাঁকে জেরার জন্য বেঁধে দেওয়া নির্ঘণ্ট বহাল রাখা হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই এই মামলার শুনানিতে প্রথমেই রক্ষাকবচ চেয়েছিলেন। আদালত তাঁর আর্জি মেনেই তা দিয়েছিল। এখন সেই মেয়াদও বাড়ানো হল। এদিন এই মামলার শুনানিতে সৌমেন্দুর আইনজীবী অভিযোগ করেন, তাঁর মক্কেল যতদিন তৃণমূলের ছিলেন ততদিন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ আসেনি। বিজেপিতে যোগ দেওয়ার পরেই এমন অভিযোগ আনা হচ্ছে, একের পর এক মামলা দায়ের হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আদালত দেখছে তাঁর বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে, যার মধ্যে একটি খারিজ হয়ে গিয়েছে। এরপরই রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে স্বস্তি দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে।
আদালত স্পষ্ট জানিয়েছে, সৌমেন্দু অধিকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারবে ঠিকই তবে কোনও কঠোর পদক্ষেপ করা চলবে না তাঁর বিরুদ্ধে। এছাড়া ২ ঘণ্টার বেশি থানায় বসিয়ে রাখা যাবে না তাঁকে। আর সপ্তাহে ২ দিনের বেশি জিজ্ঞাসাবাদও করা যাবে না বিজেপি নেতাকে।