সহবাস মামলায় রক্ষাকবচ পেলেন নওশাদ, তবে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

সহবাস মামলায় রক্ষাকবচ পেলেন নওশাদ, তবে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের

কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনা হয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের আগেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আদালত পর্যন্ত গড়িয়েছে এই ইস্যু। নওশাদ প্রথম থেকেই দাবি করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। আজ কলকাতা হাইকোর্টও তাঁকে স্বস্তি দিল। আদালত এদিন জানিয়েছে, আপাতত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। 

বউবাজার থানায় গিয়ে এক তরুণী অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু তা করেননি। উলটে শারীরিক অত্যাচার করা হয়েছে তাঁকে। এই অভিযোগের বিষয় সামনে আসতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। সেই মামলাতেই আজ তিনি রক্ষাকবচ পেলেন। যদিও আদালত এটা জানিয়েছে, মামলায় সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে তাঁকে এবং তদন্তকারীরা তাঁকে চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুলাই। 

তবে তরুণী নওশাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেও আইএসএফ বিধায়ককে তিনি কতদিন চেনেন, কীভাবে চিনলেন, সেসব নিয়ে কোনও উত্তর দেননি মহিলা। আইএসএফ-ও প্রথম থেকেই দাবি করেছে যে, তাদের বিধায়ককে ভোটের আগে ফাঁসাতেই এমন কাজ করা হয়েছে। নওশাদ নিজেও জানিয়েছেন, রাজনীতিতে আসার আগে থেকেই তিনি জানেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। এমন পরিস্থিতি তৈরির কথা তিনি ভালো করেই বুঝেছেন আগে। তাই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =