Aajbikel

এবার পর তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা হাই কোর্টে, অনুমতি বিচারপতি মান্থার

 | 
তাপস

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় রাজ্য, তখন উঠে এসেছে পুরসভার নিয়োগে দুর্নীতির খবর৷ তবে দুর্নীতির শিকড় আরও দূর বিস্তৃত৷ রাজ্যে দমকল বিভাগে চাকরি দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ, তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহা দুর্নীতি করে দমকলে চাকরি পাইয়ে দিয়েছেন৷ তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে একটি অডিয়ো ক্লিপও প্রকাশ করেছে তারা। সোমবার সেই অভিযোগের ভিত্তিতেই তাপসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

আরও পড়ুন- মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদের সাক্ষাৎ, পঞ্চায়েতের আগে এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ?

সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারি তাপসের বিরুদ্ধে অভিযোগ আনেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা করার অনুমতি দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের পর দুর্নীতি কাণ্ডে নাম জড়াল আরও এক তৃণমূল বিধায়কের৷

তেহট্টের তৃণমূল বিধায়কের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে তরুণের দাবি, ঘুষ নিয়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তাপস সাহা। মূলত দমকলের চাকরি দেওয়ার নাম করে তাপস কারি কারি টাকা তুলেছেন বলে অভিযোগ তাঁর। বিষয়টি দুর্নীতিদমন শাখাকে দিয়ে তদন্ত করানো হোক৷ সেই আর্জি জানিয়েই আদালতে আবেদন করেছিলেন তরুণ। সোমবার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি মান্থা। মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে৷ 

Around The Web

Trending News

You May like