শাসকের কর্মসূচিতে সমস্যা হয় না? ডিএ-মিছিলের অনুমতি দিয়ে প্রশ্ন কোর্টের

শাসকের কর্মসূচিতে সমস্যা হয় না? ডিএ-মিছিলের অনুমতি দিয়ে প্রশ্ন কোর্টের

কলকাতা: চলতি সপ্তাহে হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন পর্যন্ত ডিএ-র দাবিতে মিছিল করতে চেয়েছে সরকারি কর্মীদের একাংশ। কিন্তু অভিযোগ ছিল, পুলিশ অনুমতি দেয়নি তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। মঙ্গলবার সকালে সেই মামলা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। বিচারপতি রাজ্য সরকারের উদ্দেশ্যে জানতে চান, সুপ্রিম কোর্ট কি তাদের আন্দোলন করতে বারণ করেছে? এই মামলার শুনানিতে মিছিল নিয়ে বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছিল রাজ্য যা আন্দোলনকারীরা মেনে নিয়েছে। 

এদিন বিচারপতি মান্থা রাজ্যের সরকারি কর্মীদের সংগঠনগুলিকে শর্ত সাপেক্ষে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছেন। জানান হয়েছে, আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে সাড়ে ৪টে পর্যন্ত কর্মসূচি করা যাবে। হাওড়ার ফেরিঘাট, বঙ্কিম সেতু, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ করতে হবে মিছিল। প্রথমে পুলিশের কাছে মিছিলের আবেদন জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। কিন্তু পুলিশের পক্ষ থেকে আবেদন খারিজ করে দেওয়া হয় এই বলে যে চূড়ান্ত ব্যস্ততম এলাকা হওয়ায় সেখানে মিছিল করা যাবে না। এর পাল্টা যুক্তি দিয়ে বিচারপতি মান্থা প্রশ্ন করেন, রাজ্যের শাসকদলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য কিনা। তাদের যখন মিছিল হয় তখন পুলিশের অসুবিধা হয় না?