বহাল থাকবে CBI তদন্ত, ২৬৯ জনের বাতিল চাকরি ফেরানোর আর্জি ফেরাল ডিভিশন বেঞ্চ

বহাল থাকবে CBI তদন্ত, ২৬৯ জনের বাতিল চাকরি ফেরানোর আর্জি ফেরাল ডিভিশন বেঞ্চ

615c32c5218b682b37baf2406dfa62d2

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই-ই। টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- কয়লা পাচার-কাণ্ডে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের নজরদারিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত করবে সিবিআই। পাশাপাশি এও জানায়, এই মামলার যে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিল করেছিল সিঙ্গল বেঞ্চ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পুনর্বহাল করা যাবে না। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রেখে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তকেই এদিন মান্যতা দেন তারা।

শুক্রবার সকাল এগারোটা নাগাদ শুরু হয় রায়দানের প্রক্রিয়া৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে তিনি জানান, একক বেঞ্চ সিবিআই-এর কাছ থেকে রিপোর্ট চাইতে পারবে। পাশাপাশি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগের আর্থিক দিকটিও দেখবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ৷ এদিকে, টেট মামলায় মানিক এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির নথি চেয়ে যে হলফনামা জমা দিতে যে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ দিয়েছিল, সেই নির্দেশও বহাল রাখল ডিভিশন বেঞ্চ৷