Aajbikel

ফের ধাক্কা হাই কোর্টে! অভিষেকের আর্জি জরুরি ভিত্তিতে শুনতে রাজিই হল না ডিভিশন বেঞ্চ

 | 
অভিষেক

কলকাতা:  ফের অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন তিনি৷ কিন্তু, জরুরি ভিত্তিতে তাঁর আবেদন শুনতে রাজিই হল না বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সাফ জানানো হল, জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়৷ আজকের তালিকার বাইরে কোনও আবেদন শোনা হবে না বলে জানিয়ে দেওয়া হল৷ 


এদিকে, সোমবার থেকে শুরু হচ্ছে গ্রীষ্মাবকাশ৷ তার আগে শনি এবং রবিবার কোর্ট বন্ধ৷ শুক্রবারও নির্ধারিত মামলা রয়েছে। যে কারণেই আবেদন শুনতে পারবেন না বলে জানায় হাই কোর্ট৷ ডিভিশন বেঞ্চের বক্তব্য, ‘‘পূর্ব নির্ধারিত অনেকগুলি মামলা রয়েছে। সেই সকল মামলার রায় ঘোষণা করতে হবে। সেগুলো সাইটে আপলোডের কাজ রয়েছে। এখনই মামলা শুনতে পারব না। গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে মামা শোনা হবে।’’ এর পরেই অভিষেকের আইনজীবীরা মামলা রিলিজ করে দেওয়ার আর্জি জানান৷ শেষপর্যন্ত সেটাই করা হয়েছে। মামলাটি পাঠানো হয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে৷ বিচারপতি সুব্রত তালুকদার বলেন, ‘‘আমি মৌখিক ভাবে বলছি, উপায় না থাকলে আপনারা অবকাশকালীন বেঞ্চে আবেদন জানাতে পারেন।’’ 


নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিযুক্ত কুন্তল ঘোষ। কুন্তলের চিঠি সংক্রান্ত মামলাটি ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ তাঁর পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে পাল্টা আবেদন করেন অভিষেক। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের আসে কলকাতা হাই কোর্টে। এর মাঝে বেঞ্চ বদল ঘটে৷ মামলা সরানো হয় বিচারপতি সিন্‌হার এজলাসে৷ তিনি তাঁর রায়ে জানান, আদালতের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের যে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার কোনও সারবত্তা নেই৷ সেই কারণে অভিষেক এবং কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ জরিমানা করা হয়। জরিমানার টাকা অবিলম্বে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান অভিষেক। কিন্তু সেখানেও ধাক্কা খেতে হল৷ 


 

Around The Web

Trending News

You May like