Aajbikel

তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সম্পত্তি বৃদ্ধি মামলায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

 | 
শওকত মোল্লা

কলকাতা: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তবে বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, চাইলে মামলাকারী রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানাতেই পারেন৷ পরামর্শ দিয়েছেন প্রধান ।

বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরের মধ্যে শওকত মোল্লার সম্পত্তি  বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের বিভিন্ন সদস্যর নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন তিনি। এই অভিযোগে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী পৃথবিজয় দাস। এই মামলায় ইডি-র তদন্ত দাবি করেছেন তিনি। তাঁর দাবি, এই ঘটনার তদন্ত করুক সিবিআই এবং ইডি। এদিন মামলার শুনানির সময় তিনি বলেন, যেহেতু একজন বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ, সেহেতু রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে কোন লাভ হবে না৷ সেই কারণেই ইডি, সিবিআই এবং আয়কর দফতরে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এক্ষেত্রে রাজ্য দুর্নীতি দমন শাখারই তদন্তের এক্তিয়ার রয়েছে। ফলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রথমে মামলাকারীকে তাদের কাছে অভিযোগ জানাতে হবে। এই পর্যবেক্ষণের পরেই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

Around The Web

Trending News

You May like