Aajbikel

জনপ্রিয় ইউটিউবারের একটি ভিডিও 'ব্লক' করার নির্দেশ হাইকোর্টের, কিন্তু কেন?

 | 
court

কলকাতা: বিভিন্ন ইস্যুতে নানা তথ্য দিয়ে ভিডিও বানান ধ্রুব রাঠি নামের এক ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই প্রেক্ষিতে তাঁর একটি ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়াতে 'ব্লক' করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেটি কোন ভিডিও? তাতে কী বলেছেন এই ইউটিউবার? 

আরও পড়ুন- স্কুলের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া, সংসার বেঁধেই নাম পাল্টান লালুর পুত্রবধূ! বাবা হলেন তেজস্বী

আসলে সম্প্রতি 'ডাবর রিয়েল ফ্রুট জুস' নিয়ে একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধ্রুব। কিন্তু সেই ভিডিওয়ে ভুল তথ্য দেওয়া এবং ডাবর ইন্ডিয়াকে নিশানা করার অভিযোগ তোলা হয়েছিল। স্পষ্ট অভিযোগ, বাজারের ফলের রসের থেকে 'রিয়েল ফ্রুট জুস' খারাপ এবং শিশুদের শরীরের ক্ষতি করছে বলে এই ভিডিওতে দাবি করা হয়েছিল। কিন্তু যা তথ্য দেওয়া হয়েছে তা ভুল। এক্ষেত্রে বিচারক রবি কিষান কপুর মন্তব্য করেছেন, ইউটিউবার এবার 'লক্ষণ রেখা' পার করে ফেলেছেন। বাজারের ফলের রসের সঙ্গে সরাসরি রি ফ্রুট জুসকে নিশানা করা হয়েছে। 

দাবি করা হয়েছে, ভিডিওতে এমন ভাবেই বিষয়টি দেখানো হয়েছে যেখানে যে কোনও গ্রাহক দেখলেই বুঝে যাবেন যে এটি 'রিয়েল'-এর প্রোডাক্ট। জানা গিয়েছে, গত ১৫ মার্চ এই সংক্রান্ত মামলার শুনানিতে ওই ভিডিও 'ব্লক' করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আপাতত সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না।  

Around The Web

Trending News

You May like