উত্তর দিলেই সকলকে নম্বর, টেটের প্রশ্ন ভুল মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

উত্তর দিলেই সকলকে নম্বর, টেটের প্রশ্ন ভুল মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল রয়েছে এমন অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সময় তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় শুধু মামলকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অন্য চাকরিপ্রার্থীরা। তাদের বক্তব্য ছিল, শুধু মামলাকারীরা কেন বাড়তি নম্বর পাবেন, ভুল প্রশ্নের জন্য নম্বর সকলকে দেওয়া উচিত। মাঝের অনেক টানাপোড়েনের পর এদিন অবশেষে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে রায় দিল। 

আরও পড়ুন- প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি-সিবিআই! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

২০১৪ সালে টেট পরীক্ষায় ৬ টি প্রশ্নের ভুলের জন্য যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বর সকলকেই দিতে হবে, যারা ওই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। প্রশ্ন ভুল মামলা যখন প্রথম হয়েছিল সেই সময়ে তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন যাচাই করতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করেন। কমিটি জানায়, ৬টি প্রশ্ন ভুল রয়েছে। এরপর মামলাকারীদের নম্বর বাড়ানোর নির্দেশ দেন তিনি। কিন্তু অন্য চাকরিপ্রার্থীরা সকলের নম্বর বৃদ্ধির পক্ষে সওয়াল করে। কিন্তু বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে পরাজিত হয় তারা।