বদলি মামলায় বড় নির্দেশ আদালতের, নৈতিক জয় দেখছে STEA

বদলি মামলায় বড় নির্দেশ আদালতের, নৈতিক জয় দেখছে STEA

কলকাতা: রাজ্য সরকারের ২০১৭ সালের প্রশাসনিক কারণে বদলির নির্দেশ বৈধ বলে জানাল বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তবে সেই বদলি করতে হবে সুসংহত ও সামঞ্জস্যপূর্ণ ভাবে। এই নির্দেশের পর সরকারের আর কোনও বাধা রইলো না প্রশাসনিক প্রয়োজনে শিক্ষকদের বদলিতে। সংগঠনগত ভাবে একমাত্র মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA এই সংক্রান্ত মামলা লড়েছিল। 

সংগঠনের তরফে থেকে জানানো হয়েছে, এদিন এই মামলায় বিচারপতি ট্যান্ডন তাঁদের আইনজীবী মিস্টার ধরকে নিয়ে বলেন, তাঁর সাবমিশন গ্রহণ করে ১০সি হার্মোনিয়াস কনস্ট্রাকশন অর্থাৎ সুনির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। আর আজ এজলাসে সামনের সারিতে উপস্থিত আইনজীবীরা রায়ের কপিটা যতটা দেখেছেন তাতে তাঁরা বলেছেন প্রভাবটা ইতিবাচক। আর যেহেতু এটা ১০সি, যা ২০১৭ সালে এসেছে, তাই ২০১৭ সালের আগে নিযুক্ত শিক্ষকদের বদলি করা যাবে না বলে জানানো হয়েছে। 

যদিও তারা এটাকে নৈতিক জয় হিসেবে দেখছেন। কারণ এই রায়ের ফলে বদলির সুপারিশ আসা ৬১০ জন শিক্ষকের নতুন স্কুলে জয়েন করার ব্যাপারে বাধ্যকতা থাকবে না। এদিন এই মামলায় ১২৬ পাতার নির্দেশ আসে। অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত মামলায় ১০সি পুরোপুরি বাতিল হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =