সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? ১৮৮এ হরিশ মুখার্জি রোডের সম্পত্তি কার? ইডিকে প্রশ্ন কোর্টের

সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? ১৮৮এ হরিশ মুখার্জি রোডের সম্পত্তি কার? ইডিকে প্রশ্ন কোর্টের

8bbd6e8f678ddf7f4695e2fd8307da16

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ নিয়ে তথ্য আদালতে জানিয়েছে ইডি। কিন্তু সেই তথ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর স্পষ্ট বক্তব্য, লিপ‌স এণ্ড বাউন্ডস নিয়ে গত আট মাস ধরে ইডি যে তদন্ত করেছে তা আশাহত করেছে আদালতকে। এছাড়া তিনি ইডিকে তীব্র ভর্ৎসনা করে এও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যে হিসাব দেওয়া হয়েছে তা অসম্পূর্ণ। কেন এমন ধারনা তাঁর?

আসলে কলকাতা হাইকোর্টে এই মামলায় ইডি যে তথ্য জমা করেছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত তথ্য নেই। ইডি জানিয়েছে, তাঁর মাত্র তিনটি বিমা আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও তেমন তথ্য নেই। এতেই কার্যত বিস্মিত হয়ে ক্ষুব্ধ হন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর প্রশ্ন, সাংসদের মাত্র তিনটি বিমা ছাড়া কিছু নেই কী ভাবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নেই কেন? এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা নিয়েও সংশয় তৈরি করেছে ইডি। সেই প্রেক্ষিতে বিচারপতির প্রশ্ন, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা জানে না ইডি? ১৮৮এ হরিশ মুখার্জি রোডে কার নামে বাড়ি রয়েছে? এই নিয়ে বিশদ তথ্য ইডিকে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর।  

লিপস এণ্ড বাউন্ডস সহ নিয়োগ মামলায় সিনেমা জগতের একাধিক নামের কথা বলেছিল ইডি। তাদের সকলের সম্পর্কেও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁর প্রশ্ন, মাত্র একজনের নাম ইডি দিয়েছে। তিনি তো অনেকের নাম শুনছিলেন। তারা কোথায়?  ইডির বক্তব্য, তারা তদন্ত করছে এই ব্যাপারে। ধীরে ধীরে সমস্ত তথ্য দিতে পারবে বলে আশা তাদের। এই পরিপ্রেক্ষিতেই আদালতের পর্যবেক্ষণ, তদন্তের প্রায় ৮ মাস হয়ে গেলে, এখনও আশানুরূপ ফল পাওয়া যায়নি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *