অনুমতি মেলেনি পুলিশের, হাইকোর্ট ‘সবুজ সঙ্কেত’ দিল শুভেন্দুর সভায়

অনুমতি মেলেনি পুলিশের, হাইকোর্ট ‘সবুজ সঙ্কেত’ দিল শুভেন্দুর সভায়

কলকাতা: আগামী ১৭ মে বাঁকুড়ায় সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু কার্যত প্রতিবারের মতো এবারেও তাঁর সভার বিষয় গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেই সভার অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন নির্ধারিত দিনেই সভা করা যাবে তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। প্রধান বক্তা শুভেন্দুর অধিকারীর নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা করতে হবে বলে জানান বিচারপতি। 

আগামী বুধবার বাঁকুড়ার সিমলাপালে এই সভা হওয়ার কথা। কিন্তু প্রথমে রাজ্যের তরফে জানান হয়েছিল যে এই সভার অনুমতি দেওয়া যাবে না। বিষয়টি আদালতে গেলে রাজ্য জানায় পুলিশ জানিয়েছে যে ওইদিন অন্য অনুষ্ঠান আছে তাই সভার অনুমতি মিলবে না। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ, ওই দিন দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভা করা যাবে এবং এই সভার জন্য সিআরপিএফ মোতায়েন করতে হবে। আদালতের এই নির্দেশ আসার পরেই শুভেন্দু অধিকারীর এই সভা নিয়ে জোর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। একই সঙ্গে তারা পুলিশের বিরুদ্ধেও নানা অভিযোগ করেছে।