পঞ্চায়েতের সময় তাড়াহুড়ো, তারপর কি ঘুম? ফের আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই

পঞ্চায়েতের সময় তাড়াহুড়ো, তারপর কি ঘুম? ফের আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই

CBI

কলকাতা: টাকা কোথায় গেল? দুর্নীতির মাথা কে? নিয়োগ কাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত এই প্রশ্নগুলির উত্তর দিতে পারেনি সিবিআই। অথচ দীর্ঘ সময় হল তারা তদন্ত করে চলেছে। এর আগে একাধিকবার তাদের তদন্তের গতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আদালতের কাছে। আরও একবার এই ইস্যুতে বিচারপতির ‘ধমক’ খেলেন সিবিআই গোয়েন্দারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ সংক্রান্ত নতুন তথ্য চেয়েছেন। 

নিয়োগ দুর্নীতি ইস্যুতে একাধিক গ্রেফতারি হয়েছে। তার মধ্যে রয়েছে বহু হেভিওয়েট নামও। কিন্তু সম্প্রতি আরও এক হেভিওয়েটের কথা সামনে এসেছে। কিন্তু তা নিয়ে তৎপরতা দেখাতে পারছে না সিবিআই। আজ সেই নিয়েই প্রশ্ন তোলে আদালত। বিচারপতি জানতে চান, নতুন অগ্রগতি কোথায়? একই ধরনের সব রিপোর্ট আসছে আদালতের কাছে। পঞ্চায়েত নির্বাচনের সময় একটু তাড়াহুড়ো হল তারপর আবার কি ঘুমিয়ে পড়া হয়েছে, প্রশ্ন করেন বিচারপতি। এছাড়াও তিনি জানতে চান, মানিক ভট্টাচার্য ছাড়া কোন বড় নাম এই কাণ্ডে জড়িত, বেআইনিভাবে নিয়োগ পাওয়া বাকিদের তালিকাই বা কোথায়, তাও জানতে চেয়েছেন তিনি। 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বজিৎ বসু, আর এখন অমৃতা সিনহা, প্রত্যেকেই সিবিআই, ইডির তদন্ত নিয়ে কার্যত না-খুশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকেও তাদের আশানুরুপ ফল দেওয়া সম্ভব হচ্ছে না এখনও। কবে দেবেন তাও স্পষ্ট নয়। শুধু বলা হচ্ছে টাকা উদ্ধারের কথা এবং দুর্নীতির শিকড় অনেক গভীরে থাকার কথা। এতে অসন্তুষ্ট হচ্ছে হাইকোর্ট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =