নিয়োগ মামলায় ইডি-সিবিআই ফের প্রশ্নের মুখে, কুন্তল ইস্যুতে কড়া নির্দেশ হাইকোর্টের

নিয়োগ মামলায় ইডি-সিবিআই ফের প্রশ্নের মুখে, কুন্তল ইস্যুতে কড়া নির্দেশ হাইকোর্টের

615c32c5218b682b37baf2406dfa62d2

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করার পর থেকে বারংবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই এবং ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এখন বিচারপতি অমৃতা সিনহাও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও বুধবার ইডি এবং সিবিআই দুই পক্ষই জানিয়েছে, তদন্তের অগ্রগতি হয়েছে। এদিকে এই মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষকে নিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  

আজ নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই রিপোর্ট জমা দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন, তদন্তের কিছু অগ্রগতি হয়েছে কিনা। উত্তর আসে, অগ্রগতি হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। সঙ্গে এও জানান হয়, প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। এই পরিপ্রেক্ষিতেই কুন্তল ঘোষের প্রেসিডেন্সি সংশোধনাগারের গতিবিধি সংক্রান্ত সিসিটিভি ফুটেজ রেজিস্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সংশোধনাগারের সুপারকে আসল সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে।