কলকাতা: বাংলায় সিপিএমের মূল শত্রু বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূলকে না হারানো গেলে বিজেপিকে হারানো যাবে না বলে স্পষ্ট করে দিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়, বাংলাতে আগে তৃণমূল কংগ্রেসকে হারানো দরকার, তারপর বিজেপির দিকে নিশানা করতে হবে। যদিও বিজেপিকে মূল লক্ষ্য থেকে একেবারেই সরিয়ে দিচ্ছে না তিনি। তবে মনে করছেন, তৃণমূল কংগ্রেস বিজেপির ঢাল হয়ে রয়েছে, তাই আগে ঘাসফুলকে হারাতে হবে। এক সাংবাদিক বৈঠক করে এমনটাই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ‘বিশ্বাসঘাতক দীনেশ নোবেল ছাড়া সব পেয়েছেন!’ মমতার পাশে মদন
সীতারাম ইয়েচুরির কথায়, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে বিপুল প্রতিষ্ঠার বিরোধিতা করেছে তাকে ব্যবহার করছে, বিহার মডেলকে মাথায় রেখে বাংলায় একই পন্থা অবলম্বন করে বিজেপির বিরুদ্ধে লড়া যাবে না। কারণ দুই রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নয়। সেই কারণে বাংলায় এখন তৃণমূলের সঙ্গে বামেরা যেতে পারে না তাতে বিজেপির হাত শক্ত হবে বলে মনে করছেন তিনি। এই কারণে সীতারামের বক্তব্য, বাংলায় ক্ষমতায় আসতে গেলে আগে হারাতে হবে তৃণমূল কংগ্রেসকে তারপর বিজেপিকে। তৃণমূল কংগ্রেসকে যদি হারানো সম্ভব না হয় তাহলে বিজেপিকে রোখা যাবে না। এই কারণে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেসকেই বেশি ‘গুরুত্ব’ দিচ্ছেন। তবে এদিকে, বিহারে বাম জোটের ভালো ফল করার পর সিপিআইএম লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের বাম নেতারা তাদের আসল শত্রু এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেননি। এই ভাবে সিদ্ধান্ত নিলে বিজেপির সুবিধা করবে তারা। তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে এক করা একেবারেই ঠিক হবে না।
আরও পড়ুন: ৫ টাকায় ডিম-ভাত! চালু হচ্ছে মমতার ‘মা’ প্রকল্প
ইতিমধ্যে যে কোনো ইস্যুতে একযোগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বাম এবং কংগ্রেস জোট। বিজেপিকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সংস্করণ বলে তোপ দেগেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে একজোটে হারানোর ডাক ডেকে বাম এবং কংগ্রেস জোট ইতিমধ্যেই পথে নেমেছে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত, বিহার নির্বাচনের মতো যদি বাংলায় তারা সিদ্ধান্ত নেন তাহলে লাভ হবে কিন্তু এইভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শিবিরকে এক জায়গায় রেখে নিশানা করা হয়তো ঠিক হবে না। তবে কে ঠিক আর কে ভুল সেটা জানা যাবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর।