কলকাতা: নির্বাচনের দিন ঘোষণার পরেও রোজ জেসপ বিল্ডিংয়ের দোতলায় নাম তোলার আর্জি জানিয়ে হাজির হচ্ছেন বহু মানুষ। পরিসংখ্যান বলছে, গত ১৭ এপ্রিল পর্যন্ত কলকাতা-উত্তর লোকসভা আসনে ১,৮০৩ জন নতুন ভোটার নাম তোলার আবেদনপত্র জমা করেছেন।
গত বিধানসভা নির্বাচনে যার সংখ্যা ছিল ৪৬৩। যা থেকে স্পষ্ট, লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম তোলানোয় আমজনতার আগ্রহ বাড়ছে। ১,৮০৩ জন ভোটারের মধ্যে ১৫৪৫ জনই ১৮ থেকে ২২ বছরের। গোটা রাজ্যে সাড়ে তিন লক্ষ মানুষের নাম নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। রাজ্যে ভোটারের সংখ্যা সাত কোটির বেশি। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কলকাতা-উত্তর নির্বাচনী কার্যালয়ে ব্যস্ততা তুঙ্গে। ভোটকর্মীদের ট্রেনিং থেকে ইভিএম মেশিন গোনা তো আছেই, রয়েছে ভোটারদের বুথে আনার জন্য নানা কর্মসূচির আয়োজন।