সোশ্যাল সাইটে আচমকা ভাইরাল ‘১১৭৬ হরে কৃষ্ণ’! অর্থ কী

সোশ্যাল সাইটে আচমকা ভাইরাল ‘১১৭৬ হরে কৃষ্ণ’! অর্থ কী

কলকাতা: সময় বিশেষে হঠাৎ হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বেশ কিছু জিনিস। কখনও তা হতে পারে কোনও ছবি বা ভিডিও, কখনও মিম, আবার কখনও গান। তবে মন্ত্র, মন্ত্রও কি ভাইরাল হতে পারে? তার উত্তর হল, হ্যাঁ। এখন ফেসবুক সহ বাকি সোশ্যাল মিডিয়া জুড়ে আচমকা ভাইরাল হয়েছে ‘১১৭৬ হরে কৃষ্ণ’ লেখাটি, যেটি একটি মন্ত্র হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে এটি কীসের মন্ত্র? হঠাৎ কেনই বা ভাইরাল? এর পিছনে অর্থ কী? জানুন এই প্রতিবেদনে।

ইচ্ছাপুরণের বিষয় থেকে এই মন্ত্র ভাইরাল্ল হয়েছে সোশ্যাল সাইটে। খোলসা করে বলা যাক। আসলে অনেকের মতে, এই মন্ত্র হল একটি ‘এঞ্জেল’ নম্বর। এই নম্বর ‘উইশ’ বা মনের ইচ্ছে পূরণ করতে সক্ষম বলেই ধারণা অনেকের। সেই প্রেক্ষিতেই এখন সব জায়গায় ছেয়ে গিয়েছে এই লেখা। অনেকে আবার লিখছেন যে তারা নাকি এই মন্ত্র শেয়ার করে ‘ফল’ পেয়েছেন! তবে পুরোটাই মানুষের নিজের নিজের ধারণার ওপর নির্ভর করছে। ব্যাপারটা অনেকটা সেই, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’-এর মতো। তবে শুধু এতেই থেমে নেই সকলের কৌতুহল। একাংশ আবার মনে করছে এই ‘১১৭৬’ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর। বিশেষ কিছু ক্ষমতা আছে এই নম্বরে যা মানুষের ভালো করতে পারে।

তবে কারণ যাই হোক, এই নম্বর বা মন্ত্র এখন সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইচ্ছাপূরণের জন্য শেয়ার করছেন, আবার কেউ কেউ এই নিয়ে ঠাট্টা করতেও ছাড়ছেন না। তবে করোনার বাড়বাড়ন্তের ফলে মানুষের জীবনে আবার যখন বিধিনিষেধের খাঁড়া নেমে এসেছে, তখন এই মন্ত্র বা নম্বর যেন নতুন কৌতূহলের জন্ম দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *