কলকাতা: ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদ্বীপ সিং পুরী৷ বুধবার সকালেই তিনি যান ভবানীপুরের গুরুদ্বারে৷ এর পর রায় স্ট্রিটে পায়ে হাঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি৷ পরে লর্ড সিনহা রোডে পথসভা করার কথা তাঁর৷
আরও পড়ুন- মমতার বুথে, অভিষেকের নাকের ডগা দিয়ে এবার প্রচারে নামছেন সুকান্ত
এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “কী ভাবে তৃণমূল ক্ষমতায় এসেছে সেটা সকলেরই জানা। প্রতিটি নির্বাচনের ধরন আলাদা আলাদা হয়। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, তিনি খুব ভালো। স্থানীয় ইস্যু সম্পর্কেও অবগত।” এর পর প্রিয়াঙ্কার প্রচারের একটি ছবি নিজের হাতে দেওয়ালে সেঁটে দেন তিনি৷ বলেন, আপনারা এঁনার উপর ফোকাস করুন৷ আমরা প্রথম থেকেই একটা কথা শুনে এসেছি, আজ বাংলা যা ভাবছে, আগামীকাল ভারত তা ভাববে৷ দেশের প্রতি বাংলার অবদান অনেক৷ বলতে গেলে সেই তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে৷ রবীন্দ্রনাথ ঠাকুর, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরো অনেকে৷ উপনির্বাচনে আরও একটা সুযোগ রয়েছে৷
আরও পড়ুন- ডিভোর্স হচ্ছে বৈশাখীর? শোভনকে বিয়ে করা নিয়ে কৌতূহলী মন্তব্য
গতকাল ভবানীপুরে একাধিকবার পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রচারে গেলে বিজেপি প্রার্থীকে বাধা দেয় পুলিশ৷ অন্যদিকে, ঢাক বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালান মদন মিত্র৷