কলকাতা: ভবনীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে সকাল থেকেই প্রচারে নেমেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রচারে নেমেই আজ এসএসকেএম-এর কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই সঙ্গে সেরে নিলেন জনসংযোগ৷ এর পর কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি৷
আরও পড়ুন- পুজোর পরেই কলেজ খোলার ভাবনা, পড়ুয়াদের দ্রুত টিকাকরণের নির্দেশ স্বাস্থ্য দফতরের
কালিঘাটে পুজো দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যাবেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে৷ সেখান থেকে ফিরে ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ এর পর বিকেল ৪টেয় হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রিয়াঙ্কার সমর্থনে ভবানীপুরের যদুবাবুর বাজারে ব্যবসায়ীদের মধ্যে প্রচার করার কর্মসূচিও রয়েছে তাঁর৷
গতকাল ভবানীপুরে প্রচারে বেরিয়ে হরদীপ সিং পুরী বলেছিলেন, “কী ভাবে তৃণমূল ক্ষমতায় এসেছে সেটা সকলেরই জানা। প্রতিটি নির্বাচনের ধরন আলাদা আলাদা হয়। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, তিনি খুব ভালো। স্থানীয় ইস্যু সম্পর্কেও অবগত।” এর পর প্রিয়াঙ্কার প্রচারের একটি ছবি নিজের হাতে দেওয়ালে সেঁটে দেন তিনি৷ বলেন, আপনারা এঁনার উপর ফোকাস করুন৷ আমরা প্রথম থেকেই একটা কথা শুনে এসেছি, আজ বাংলা যা ভাবছে, আগামীকাল ভারত তা ভাববে৷ দেশের প্রতি বাংলার অবদান অনেক৷ বলতে গেলে সেই তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে৷ রবীন্দ্রনাথ ঠাকুর, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরো অনেকে৷ উপনির্বাচনে আরও একটা সুযোগ রয়েছে৷