আচমকা নবান্নে হাজির হনুমান! ১৩ তলার ব্যালকনিতে দাপিয়ে বেড়াল ‘রামভক্ত’

আচমকা নবান্নে হাজির হনুমান! ১৩ তলার ব্যালকনিতে দাপিয়ে বেড়াল ‘রামভক্ত’

hanuman

কলকাতা: লক্ষ্মীবারে নবান্নে হুলস্থূল৷ কর্মব্যস্ত সময় আচমকা সেখানে ঢুকে পড়ল একটি হনুমান! বেলা তখন ১১টা ৫৷  রাজ্য প্রশাসনের সর্বোচ্চ দফতরের কর্ম ব্যস্ত সময়ে হঠাৎই হাজির ‘রামভক্ত’৷  নবান্নের ১৩ তলার বারান্দা দিয়ে ভিতরে ঢুকে পড়ে সে’। নবান্নে আগত সেই হনুমানের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাস৷ তাতে দেখা গিয়েছে, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে সে। আর ওয়াকিটকি হাতে তার পিছু ধাওয়া করেছে এক নিরাপত্তারক্ষী।

নবান্নে কর্মরত পুলিশ কর্মীরা জানান, নীল-সাদা বাড়ির ছাদ দিয়েই ভিতরে ঢুকে পড়েছিল হনুমানটি। সকাল থেকেই বিভিন্ন ফ্লোরে ঘুরে বেড়াতে দেখা যায় হনুমানটিকে৷ শুধু তাই নয়, কয়েকটি দফতরের ভিতরেও ঢুকে পড়ে সে। হনুমানের হানা রুখতে, নবান্নের বিভিন্ন ফ্লোরে দরজা বন্ধ করে দেন সরকারি কর্মচারীরা।  এদিকে, তাকে দেখা যায় ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় বসে থাকতে। সেখান থেকে তাড়া খেয়েও হেলদোল নেই তার। বরং রেলিং ধরে খোশ মেজাজেই বসে থাকে৷ বেশ কয়েক বার আবার উপরের দিকেও তাকাতে দেখা যায় তাকে। ১৪ তলায় রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর  দফতর৷ 

যদিও পায়ের চোটের কারণে আপাতত নবান্নে আসছেন না মুখ্যমন্ত্রী৷ চিকিৎসকের পরামর্শ নিয়েই বাড়িতে থাকছেন তিনি৷ প্রশাসনিক সমস্ত কাজ সামলাচ্ছেন কালীঘাটের বাড়িতে বসেই৷ চোটের কারণে তৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি। রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পর বাড়ি থেকেই ফোনে বৈঠক সারেন মমতা৷ 

এদিকে এই রামভক্তকে নিয়ে রীতিমতো ৪০ মিনিট ধরে হুলস্থুল কাণ্ড চলে নবান্নে। খবর দেওয়া হয় বন দফতরে। অবশেষে তাঁরা এসে হনুমানটিকে পাকড়াও করে নিয়ে যায়। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মন্ত্রী এবং পদস্থ আমলাদের দফতর রয়েছে হাই প্রোফাইল প্রশাসনিক দফত নবান্নে৷ সেখানে কীভাবে হনুমান ঢুকে পড়ল, তা নিয়েও প্রশ্ন উঠছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =