আদালতের ভর্ৎসনা, হাঁসখালির নির্যাতিতার পরিবার পেল ক্ষতিপূরণ, মামলার নিষ্পত্তি

আদালতের ভর্ৎসনা, হাঁসখালির নির্যাতিতার পরিবার পেল ক্ষতিপূরণ, মামলার নিষ্পত্তি

কলকাতা: হাঁসখালি ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়ে গেল কলকাতা হাইকোর্ট। মামলার নিস্পত্তি করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগেই নিগৃহীতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজ্য সেই নির্দেশ কার্যকর তো করেইনি উলটে  মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানায়। সেই ইস্যুতে চরম বিরক্তি প্রকাশ করে হাইকোর্ট। অবশেষে আদালতের ভর্ৎসনার পরই রাজ্য লিগ্যাল সেল হাঁসখালি নির্যাতিতার পরিবারের কাছে পৌঁছে দেয় ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকা।

আরও পড়ুন- সাত সকালে সংশোধনাগার থেকে বের করে গাড়িতে তোলা হল কেষ্টকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও হাঁসখালি ঘটনায় ক্ষতিপূরণ পায়নি নির্যাতিতার পরিবার, এমন অভিযোগ তোলা হয়েছিল। বিষয়টি আদালতের নজরে এনেছিলেন আবেদনকারীর আইনজীবী। তবে মঙ্গলবার আদালতে লিগ্যাল সেল জানায়, টেকনিক্যাল অসুবিধার জন্য আটকে ছিল টাকা। সোমবারই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে। আবেদনকারীর আইনজীবীও জানিয়ে দেন যে পরিবার টাকা পেয়েছে। তাই এদিন এই মামলার নিষ্পত্তি করা হয়। তবে এই সংক্রান্ত অন্য একটি বিষয়ের শুনানি বাকি রয়েছে যা হবে আগামী ৩০ জানুয়ারি। আসলে অন্য আর একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =