‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো

‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো

8b7ad15ca76387727f51fbc31112a199

নদিয়া: হাঁসখালি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷  ফাঁস বিস্ফোরক তথ্য। ঘটনার দিন রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল নেতার ভাগ্নে দীপঙ্কর পোদ্দার ওই নাবালিকাকে ধর্ষণ করে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। ফাঁস হওয়া অডিয়ো ক্লিপ থেকে এমনই তথ্য উঠে এসেছে৷  যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম৷  

আরও পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে আইনজীবীদের বিক্ষোভ, ঘেরাও

ফাঁস হওয়া ওই অডিয়ো ক্লিপিংস শোনার পর মনে করা হচ্ছে, ওই কনফারেন্স কলে তিন জন ছিলেন। ফোনে যাঁরা কথা বলছিলেন, তাঁরা সকলেই ব্রজগোপালের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তাঁদের একজনকে বলতে শোনা যায়, রাত সাড়ে ৮টা নাগাদ দীপঙ্কর মেয়েটিকে নিয়ে যান৷ প্রায় এক ঘণ্টা তাঁরা একসঙ্গে ছিলেন৷ তাঁর সঙ্গে আরও এক জন ছিলেন৷ পরে মেয়েটির মা তাকে নিয়ে যান।

ফোনে কথোপকথনকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, রাত সাড়ে ৮টা৷ দীপঙ্কর পোদ্দার ওই মেয়েটিকে তাঁর সঙ্গে নিয়ে যান। দীপঙ্করের জন্যেই তাঁরা সবাই আতঙ্কে রয়েছেন। এক জনকে আবার বলতে শোনা যায়, অভিযুক্তদের ছাড়ানোর জন্য জমি বেচে ১০ কোটি টাকা খরচ করবেন ‘দাদু’। কে এই ‘দাদু’?  তার পরিচয় কী? তা অবশ্য জানা যায়নি। ওই ব্যক্তিকে এও বলতে শোনা যায়, ‘‘ফিরে আসার পর ১০-১২টা মেশিন নিয়ে ঘুরবে (অভিযুক্ত)।’’

ফাঁস হওয়া অডিয়োতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘দীপঙ্কর সে দিন রাতে গিয়েছিল। এ বার কথাটা শোনো। ও কাউকে বলেনি। এ বার আমাকে বলছে, ‘আমিও ওখানে ছিলাম। … তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি। কিন্তু কেউ জানে না।’ এর পর আর ভিতরে যায়নি ও। পুলিশকে আসতে দেখে ও ভয় পেয়ে গিয়েছে। ঘেমে গিয়েছে। ভয়ে মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। ওই ঘটনায় যুক্ত ছিল বলেই ঘাবড়ে গিয়েছে। ওর জন্যেই ব্রজ ফেঁসেছে।’’

উল্লেখ্য, নদিয়ার হাঁসখালি ধর্ষণ মামলায় তৃণমূল নেতা সমরেন্দু গয়ালির ভাগ্নে দীপঙ্কর পোদ্দারকে আটক করেছিল পুলিশ। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফাঁস হওয়া অডিয়োতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল ‘ফেঁসে’ গিয়েছে৷ এর পরেই ওই ফোন-কল কেটে যায়৷ ফোন রাখার আগে তিনি বলেন, ‘পাড়ায় মিডিয়া রয়েছে ফোন রাখ’ ৷