Aajbikel

রয়েছে হুমকি, আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভাঙড়ে আরাবুল-পুত্র হাকিমুলকে পুলিশি নিরাপত্তা

 | 
হাকিমুল

কলকাতা:  ভোটের পরেও উত্তপ্ত ভাঙড়৷ রয়েছে হামলার আশঙ্কা৷ সেই আশঙ্কা থেকেই আরাবুল-পুত্র তথা তৃণমূলের যুবনেতা  হাকিমুলকে পুলিশি নিরাপত্তা দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷ পঞ্চায়েত ভোটে যে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছ, তা দেখার পর নিরাপত্তার খাতিরে হাকিমুলকে এই নিরাপত্তা দেওয়া হল বলে পুলিশ সূত্রের খবর।  সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে বার বার তৃণমূল-আইএসএফ সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। একাধিক বার হাকিমুলকেও হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সে কারণেই যুব তৃণমূলের নেতার নিরাপত্তায় একজন সশস্ত্র পুলিশকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

পুলিশ সূত্রের খবর, হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম এবং আহসান মোল্লার নিরাপত্তাতেও এক জন করে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এবার থেকে সর্বক্ষণ এক জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে তৃণমূলের এই নেতাদের সঙ্গে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। পুলিশি নিরাপত্তার বিষয়ে হাকিমুলকে প্রশ্ন করা হলে তিনি জানান, নিরাপত্তার বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। তিনি বলেন, ‘প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের মেরে দেওয়ার কথা বলা হচ্ছে। আইএসএফ-এর গুন্ডাবাহিনী এসে আমাদের ধমকাচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। প্রশাসন যা ভাল মনে করেছে, সেটাই করেছে৷’’

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণা থেকে বার বার উত্তপ্ত হয়েছে ভাঙড়৷ আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষের দু’পক্ষেরই রক্ত ঝরেছে৷ গিয়েছে প্রাণ। ভোট গণনার পরেও পরিস্থিতি উত্তপ্ত থেকেছে৷ এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে ১৪৪ ধারা জারি করতে হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like