বিডিয়োকে জলের বোতল ছুড়ে মারলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কড়া পদক্ষেপ করবে দল?

কলকাতা: চরম অপদস্থ হাবড়া-২ পঞ্চায়েত সমিতির ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সীতাংশুশেখর শিটে৷  বিডিয়োকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতি রতন…

ratan bdo

কলকাতা: চরম অপদস্থ হাবড়া-২ পঞ্চায়েত সমিতির ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সীতাংশুশেখর শিটে৷  বিডিয়োকে লক্ষ্য করে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরুদ্ধে৷

হাবড়ার বিডিও-র সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যদের বেশ কিছু দিন ধরেই একাধিক বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য চলছিল। সম্প্রতি ব্লকের একটি কাজের জন্য টেন্ডার সংক্রান্ত বৈঠকে ঘটে যায় তুলকালাম কাণ্ড। প্রথমে বিডিয়োর সঙ্গে বচসায় জড়ান রতন। তার পর রেগে গিয়ে ঘরের মধ্যেই বিডিয়োকে বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। রতনের দাবি, বিডিও তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। কিন্তু, তিনি বিডিওরে বোতল ছুড়ে মারেননি৷

 

বন দফতরের মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। এ বার কি কড়া শাস্তির মুখে পড়তে হবে হাবড়া-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের অন্দরে।