চোপড়া: পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন পর্বে আবার গুলি চলার ঘটনা এবং একজনের মৃত্যু। উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটে যাওয়া এই ঘটনাতেও অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকেই। জানা গিয়েছে, মনোনয়ন জমা দিতে যাওয়া তিনজনকে গুলি করা হয়। সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। বাকিরা আশঙ্কাজনক। যদিও তৃণমূল এই ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি মানতে চায়নি।
জানা গিয়েছে, এদিন সকালে চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা। কিন্তু আচমকাই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। গুলি চললে সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল এবং গুলিবিদ্ধ হন ওই তিন ব্যক্তি। তাদের মধ্যেই একজন মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। গুলি চালানোর অভিযোগ ছাড়াও তৃণমূলের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে বিরোধীদের তরফে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই একের পর এক অভিযোগে বিদ্ধ শাসক শিবির।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Election Commissioner in the state । বাংলা কি আজও মীরা পাণ্ডের শূন্যতা অনুভব করছে?” width=”853″>
এদিকে আজ পঞ্চায়েত নির্বাচন মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। বিরক্তি প্রকাশ করে প্রশ্ন করেন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভাল হবে?”