মনোনয়ন দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, আবার কাঠগড়ায় তৃণমূল

মনোনয়ন দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, আবার কাঠগড়ায় তৃণমূল

চোপড়া: পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন পর্বে আবার গুলি চলার ঘটনা এবং একজনের মৃত্যু। উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটে যাওয়া এই ঘটনাতেও অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকেই। জানা গিয়েছে, মনোনয়ন জমা দিতে যাওয়া তিনজনকে গুলি করা হয়। সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। বাকিরা আশঙ্কাজনক। যদিও তৃণমূল এই ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি মানতে চায়নি।

জানা গিয়েছে, এদিন সকালে চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস প্রার্থীরা। কিন্তু আচমকাই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। গুলি চললে সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল এবং গুলিবিদ্ধ হন ওই তিন ব্যক্তি। তাদের মধ্যেই একজন মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। গুলি চালানোর অভিযোগ ছাড়াও তৃণমূলের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে বিরোধীদের তরফে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই একের পর এক অভিযোগে বিদ্ধ শাসক শিবির।