গান স্যালুট দেবে রাজ্য, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাজ্য রাজনীতির আকাশে নক্ষত্রপতন৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা প্রকাশের সঙ্গে…

কলকাতা: রাজ্য রাজনীতির আকাশে নক্ষত্রপতন৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা প্রকাশের সঙ্গে সঙ্গে তাঁকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানানো হবে রাজ্য সরকারের তরফে। আজ দুুপুরে ঝাড়গ্রাম সফরে যাওয়ার আগেই বুদ্ধদেবের বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী৷

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ”এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদেরও আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে নিজের পাম অ্যাভিনিউয়ে দু-কামরার ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, আগামীকাল সকাল ১১টা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ৷ সেখানেই সকলে শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল চারটেয় শুরু হবে অন্তিম যাত্রা৷