চাকদহ: পঞ্চম দফার ভোট শুরু হতে না হতেই রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে সকাল থেকেই। কোথাও বুথ দখলের চেষ্টা উঠেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে, কোথাও ছোড়া হয়েছে ইট। এদিকে চাকদহ বুথের বাইরে নির্দল প্রার্থীর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই বিষয়ে রিপোর্ট তলব করেছে বলে জানা যাচ্ছে।
চাকদহের নির্দল প্রার্থী পাঞ্জাবির তলায় লুকিয়ে একটি বন্দুক নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় যেতে গিয়ে তিনি ধরা পড়ে যান এবং সেটি ফেলে দিয়ে পালিয়ে যান। পুলিশ ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই নির্দল প্রার্থীর বুথ দখল করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। যদিও ওই নির্দল প্রার্থীর দাবি, অন্য এক রাজনৈতিক দলের থেকে তিনি সেই আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন। তবে এই জায়গায় প্রশ্ন উঠছে যে তিনি প্রথমেই তাদের সেটি কেন পুলিশের কাছে জমা দিয়ে দেননি, নিজে পাঞ্জাবির পকেটে লুকিয়ে কেন ঘুরছিলেন। যদিও ওই আগ্নেয়াস্ত্র কে বা কারা এনেছে বা কোথা থেকে আনা হয়েছে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।