সন্তানের জন্য রাস্তায় দিন গুজরান মার

বর্ধমান: বাপের বাড়ির সম্পত্তি না লিখিয়ে আনায় চলত মানসিক অত্যাচার। শেষ পর্যন্ত অত্যাচার করে ফল না মেলায় শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয় গৃহবধূকে, কিন্তু তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ৪ বছরের সন্তানকে। বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বালির মাঠ এলাকার গৃহবধূ নিবেদিতা দে। নিজের চার বছরের সন্তানের দাবিতে দিন কাটাচ্ছে তালা দেওয়া প্রকাণ্ড

সন্তানের জন্য রাস্তায় দিন গুজরান মার

বর্ধমান: বাপের বাড়ির সম্পত্তি না লিখিয়ে আনায় চলত মানসিক অত্যাচার। শেষ পর্যন্ত অত্যাচার করে ফল না মেলায় শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়া হয় গৃহবধূকে, কিন্তু তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ৪ বছরের সন্তানকে। বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বালির মাঠ এলাকার গৃহবধূ নিবেদিতা দে। নিজের চার বছরের সন্তানের দাবিতে দিন কাটাচ্ছে তালা দেওয়া প্রকাণ্ড বাড়ির সামনে। শীতের রাতেও মশার কামড় খেয়ে সেখানে পড়ে রয়েছেন তিনি। নিবেদিতার অভিযোগ, বাপের বাড়ির সম্পত্তি স্বামীর নামে লিখে না দেওয়ায় তাঁর সন্তানকে তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। স্বামী অরূনাভ দে সরকারি স্তরের বড় কর্তা, তার বিরুদ্ধে ইতিমধ্যেই ডিভোর্সের মামলা দায়ের করেছেন নিবেদিতা। কিন্তু কোনও মায়ের থেকে সন্তানকে সরিয়ে নেওয়ার অত্যাচার মেনে নিতে পারেনি নিবেদিতা। তাঁর পাশে দাড়িয়েছে প্রতিবেশীরাও, নিন্দায় সরব হয়েছেন তারাও। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নিবেদিতা। সন্তানের জন্য সব কিছু ভুলে এভাবেই রাস্তায় দাড়িয়ে মা নিবেদিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =