নয়াদিল্লি: করোনা চিকিৎসায় এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্র ও রাজ্য সরকার৷ চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখে এবার করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে থেকেই চিকিৎসা পরিষেবা দেওয়ার বন্দোবস্ত করে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র৷ একইভাবে উপসর্গ থাকা ব্যক্তিদের বাড়িতে থেকেই চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ তবে, করোনা রোগীদের বাধ্যতামূলকভাবে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার৷
বাড়ি থেকে করোনা রোগীদের কীভাবে চিকিৎসা দেওয়া হবে? কী রয়েছে কেন্দ্রের নির্দেশিকায়? কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, করোনায় আক্রান্ত ব্যক্তিকে আর হাসপাতালে ভর্তি হতে হবে না৷ চাইলে তিনি বাড়িতে থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারেন৷ তবে, ওই রোগীর দেখভালের জন্য সর্বক্ষণের জন্য একজনকে বাধ্যতামূলক রাখতে হবে৷ জানানো হয়েছে, উপসর্গ খুব সামান্য বা উপসর্গ নেই এমন ক্ষেত্রে চিকিৎসককে ছাড়পত্র নিয়ে হোম আইসোলেশনে থাকা যাবে৷ আক্রান্তের গোটা পরিবারকেও আইসোলেশনে থাকতে হবে৷
করোনা রোগীর দেখভালের জন্য একজন সর্বক্ষণ কাউকে রাখতেই হবে৷ ওই ব্যক্তিকে স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন৷ রোগীর দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও রোগীর সংস্পর্শে থাকা সবাইকে হাইড্রক্সিক্লোরোকুইন খেতে হবে চিকিসকের পরামর্শে৷ রোগীর ফোনে অবশ্যেই কেন্দ্রের আরোগ্য সেতু অ্যাপ রাখতে হবে৷ ওই অ্যাপের মাধ্যমে সর্বক্ষণ ডেটা ও ব্লু টুথ অন রাখতে হবে৷ রোগীর শারীরিক পরিস্থিতি স্বাস্থ্য দফতরের নিয়মিত জানাতে হবে৷ রোগীর স্বেচ্ছায় হোম আইসোলেশনে থাকছেন বিষটি লিখিত ভাবে স্বাস্থ্য দফতরকে জানাতে হবে৷
রোগীর দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও রয়েছে গুচ্ছ নির্দেশিকা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা রোগীদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিকেও সতর্ক ভাবে থাকতে হবে৷ শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যথা বা মানসিক চাপ, অবসাদ ও ঠোঁট বা মুখের রং বদলা ঘটলেই স্বাস্থ্য দফতরকে জানাতে হবে৷ হোম আইসোলেশনে থাকা রোগীর উপসর্গের মাত্রা বৃদ্ধি পেলেই হাসপাতালে স্থানান্তরিত থেকে সেই তথ্য স্বাস্থ্যকর্মীদের জানাতে বলা হয়েছে৷
অন্যদিকে, সোমবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি হওয়া বাধ্যতামূলক৷ মঙ্গলবার সকালে নয়া নির্দেশিকায় রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন অনুযায়ী হালকা উপসর্গ কিংবা উপসর্গহীন হলেও হোম আইসোলেশনেও থেকে নেওয়া যেতে পারে চিকিৎসা৷ সোমবার রাতে স্বাস্থ্য দফতরের তরফে জারি নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা রোগীর প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসা ব্যক্তির বাড়িতে যদি জায়গা থাকলে, তাহলে তিনি উপযুক্ত সতর্কতা সহ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে পারবেন৷ সেক্ষেত্রে কী কী করতে হবে, কী কী করা যাবে না, তাও নির্দেশিকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নির্দিষ্ট করে দেবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর শারীরিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হবে৷ ওই নির্দেশিকায় শেষ অংশে স্পষ্ট করা জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না৷ করোনা আক্রান্তদের হাসপাতালে রেখে চিকিৎসা বাধ্যতামূলক বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷