Aajbikel

মুখ্যমন্ত্রীর পাড়ায় হ্যারিকেন হাতে মিছিল করবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা, অনুমতি দিল হাই কোর্ট

 | 
রাজাশেখর মান্থা

কলকাতা: এবার হরিশ মুখার্জি রোডে গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে পারবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

চাকরির দাবিতে আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন আন্দোলনরত গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। পুলিশের কাছে  অনুমতি না মেলায় গত সপ্তাহে তাঁর হাই কোর্টের কড়া নাড়ে৷ আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। চাকরিপ্রার্থীরা জানান, শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করতে চান তাঁরা। কিন্তু, পুলিশ বেশ কিছু বিষয়ে আপত্তি তুলে তাঁদের মিছিল করার অনুমতি দেয়নি। চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী সোমবার আদালতে জানান, নির্ধারিত রুটে চাকরির দাবিতে হ্যারিকেন নিয়ে মিছিল করবেন প্রায় ৬০০ জন চাকরিপ্রার্থী৷ 

এর আগে আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করেছিলেন ডিএ আন্দোলনকারীরা৷ আদালতের অনুমতিক্রমে শর্তসাপেক্ষে সেদিন মিছিল করেছিলেন আন্দোলনকারীরা। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদেরও হরিশ মুখার্জী রোডে মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা৷

সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। ১৭ মে-র মিছিলে চাকরিপ্রার্থীদের হাতে থাকবে হ্যারিকেন। কিন্ত, কেন এই হ্যারিকেন মিছিল?

আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য সরকার তাঁদের হাতে কার্যত হ্যারিকেন ধরিয়ে দিয়েছে। তাই  হ্যারিকেন হাতেই মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করতে চান তাঁরা। কোন পথে মিছিল এগোবে সেই পথও বলে দিয়েছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, মিছিল শুরু হবে শহিদ মিনার ময়দান থেকে। তা জওহরলাল নেহরু রোড ধরে এক্সাইড হয়ে হাজরা মোড়ে পৌঁছনোর পর ডানদিকে মোড় নিয়ে হরিশ মুখার্জি রোডে পৌঁছবে৷ তার পর কালীঘাট থানার সামনে গিয়ে মিছিল শেষ হবে।

তবে এই মিছিলের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মান্থার নির্দেশ, “হরিশ মুখার্জি রোড ওয়ানওয়ে হওয়ায় কালীঘাট পর্যন্ত মিছিল করতে ওই রাস্তাই সুবিধা হবে। তবে মিছিলকারীদের রাস্তার ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে যেতে হবে। দু’টি লাইনে মিছিল করতে হবে।”

Around The Web

Trending News

You May like