রাজ্যের বিরোধিতা কাজে এল না, অভিষেকের অফিসের পাশ দিয়েই গ্রুপ-ডি মিছিল

রাজ্যের বিরোধিতা কাজে এল না, অভিষেকের অফিসের পাশ দিয়েই গ্রুপ-ডি মিছিল

group d

কলকাতা: গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আর কোনও সংশয় নেই। অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। থিয়েটার রোড থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। তবে মিছিল যাতে ক্যামাক স্ট্রিট না ঢোকে তার জন্য আদালতে আবেদন করেছিল পুলিশ। বিচারপতি রাজ্যের তরফে নতুন হলফনামা তলব করেন। মঙ্গলবার সেই হলফনামা জমার পর হাইকোর্ট পূর্ব নির্দেশই বহাল রেখেছে। অর্থাৎ মিছিল হবে থিয়েটার রোড – ক্যামাক স্ট্রিট – নিজাম প্যালেস – এক্সাইড – এস পি মুখার্জী রোড হয়ে সোজা হাজরা ক্রসিং পর্যন্ত। 

মিছিলের ক্যামাক স্ট্রিট ঢোকা নিয়ে বিরোধিতা করে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, শ্রী শিক্ষায়তন সহ অন্তত চারটি স্কুলে ওই রাস্তায় পড়ে। তাই মিছিল ওই রাস্তায় ঢুকলে পড়ুয়াদের সমস্যা হবে। কিন্তু মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচীর বক্তব্য, ওই রাস্তায় একজন বিশেষ মানুষের অফিস আছে। তাই এখন পুলিশ ওই রাস্তায় মিছিল ঢুকতে দিতে চাইছে না। এদিন রাজ্য নতুন হলফনামা জমা দেওয়ার পরও হাইকোর্টের পর্যবেক্ষণ, ২১ জুলাই এর চেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। এখানে মাত্র কয়েকশো প্রার্থী মিছিল করে চলে যাবে। আর ক্যামক স্ট্রিটের কাছে কোনও স্কুল নেই। তাছাড়া চাকরিপ্রার্থীরা কোনও বিক্ষোভ সমাবেশ করছে না। শুধু একটা মিছিল করবে। তাই আগের রায়ই বহাল। 

তবে এই প্রেক্ষিতে কিছু নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ জানিয়েছে, মিছিল যাতে তাড়াতাড়ি ওই রাস্তা দিয়ে পার করানো যায় সেটা লক্ষ্য রাখতে হবে। একটি চ্যানেল করতে হবে যাতে মিছিল ভালো ভাবে চলে যেতে পারে কোনও সমস্যা ছাড়া। অন্যদিকে, পড়ুয়াদের যাতে সমস্যায় না পড়তে হয় সেটাও লক্ষ্য রাখতে হবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =