ব্রেকিং: গ্রুপ সি দুর্নীতিতেও এবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ

ব্রেকিং: গ্রুপ সি দুর্নীতিতেও এবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ

কলকাতাঃ ফের অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রূপ ডি-এর পরে এবার গ্রূপ সি দুর্নীতিতেও পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, গ্রূপসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপ প্রসাদের করা একটি মামলার শুনানিতে বুধবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, SSC গ্রূপ ডি দুর্নীতি মামলায় বুধবার সকালেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার সন্ধ্যা ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ইতিমধ্যেই একক বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ। কিন্তু তার মধ্যেই জানা গেল গ্রুপ ডির পরে এবার গ্রুপ সি নিয়োগ নিয়ে করা দুর্নীতি মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে এর মধ্যেই জানা যাচ্ছে গ্রুপ ডি দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সকালেই এই মামলার শুনানি চলাকালে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু জানা যাচ্ছে, ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এই মামলা শুনতেই চাননি। সেক্ষেত্রে বহাল থেকেছে সিঙ্গল বেঞ্চের রায়ই। আর তা যদি বহাল থাকে তাহলে আজ অর্থাৎ বুধবার সন্ধে ছটার সময় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =