নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কালই বিশেষ চাটার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী৷ এরপরই আজ রবিবার সকালে হাওড়ায় রথীন চক্রবর্তীর বাড়ির সামনে দেখা যায় কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে। সেই পোস্টারে বড় বড় করে লেখা চিনে রাখুন লোভী ধান্দাবাজ বর্বর এই চিকিৎসককে৷ অন্যদিকে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের পোস্টার ছেঁড়ায় কাঠগড়ায় বিজেপি৷
পোস্টারে আরও লেখা, বামফ্রন্ট রাজত্বে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন। তৃণমূল রাজত্বে মেয়র হয়ে প্রতিনিধি দ্বারা কনট্রাক্টর, প্রোমোটরদের কাছ থেকে কোটি কোটি টাকা লুঠ করেছেন। এবারে গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েছেন। ভবিষ্যতে জনগণ এদের বিচার করবেন।” হাওড়ার নাগরিক সমাজের নামে তাঁর বাড়ির সামনে ওই পোস্টার পড়েছে। আজ ডুমুরজলায় আনুষ্ঠানিকভাবে স্মৃতি ইরানীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি৷ সঙ্গে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডামলিয়া, প্রবীর ঘোষাল৷
এদিকে হাওড়ায় অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে হোর্ডিং ছেঁড়ার ঘটনা নজরে আসে। হাওড়ার ২৫ নং ওয়ার্ডের নেতাজী সুভাষ রোড়ের উপর পার্বতী সিনেমার উল্টোদিকের রাস্তায় ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর নাম করে সমবায় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের হোর্ডিং কেটে ছিঁড়ে দেয়। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ দাস বলেন, “গতকাল রাত বারোটা পর্যন্ত হাওড়া শহরে ওই হোডিংগুলি ছিল। এরপর মাঝরাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অরূপ রায়ের হোর্ডিংগুলি ছিঁড়ে দেয়।” গোটা ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে৷