তৃণমূলের ব্রিগেড: যানজটে নাকাল শহর, কোন পথ এড়িয়ে চলবেন?

কলকাতা: লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশের জেরে শনিবার সকাল থেকেই মহানগর যানজটে স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শহরে যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ৷ শনিবার ভোর ৪টে থেকেই রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন,

তৃণমূলের ব্রিগেড: যানজটে নাকাল শহর, কোন পথ এড়িয়ে চলবেন?

কলকাতা: লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশের জেরে শনিবার সকাল থেকেই মহানগর যানজটে স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শহরে যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ৷ শনিবার ভোর ৪টে থেকেই রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

ভিক্টোরিয়া মেমোরিয়াল, এজেসি বোস রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউয়ের মতো ময়দান সংলগ্ন একাধিক রাস্তাকে নো-পার্কিং এলাকা বলে ঘোষণা করা হয়েছে৷ ভোর থেকেই ময়দান হয়ে চলা সব ট্রাম রুট বন্ধ থাকবে৷ শনিবার সকাল ৮টায় রাজ্যের প্রত্যন্ত জেলা থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা ব্রিগেডের অভিমুখে রওনা হবেন৷ কর্মী-সমর্থকরা শিয়ালদহ, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে ব্রিগেডে যাবেন৷ ফলে বেলেঘাটা মেন রোড, সিআইটি রোড, এজেসি বোস রোড, লেনিন সরণী, এপিসি রোড সংলগ্ন এলাকায় যানজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে৷ পাশাপাশি হাওড়া স্টেশন থেকে আসা শাসকদলের কর্মী-সমর্থকরা ব্রাবোর্ন রোড ধরে মিছিল করে ময়দানে আসবেন। ফলে স্ট্র্যান্ড রোড, এমজি রোড যানজটের আশঙ্কা রয়েছে৷

লালবাজারের পরামর্শ, হাওড়া থেকে ট্রেন ধরতে হলে, শনিবার বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া গেলে বাড়তি সুবিধা মিলবে। তেমনই, শহরের পশ্চিমপ্রান্ত অর্থাৎ বেহালা, ঠাকুরপুকুর এলাকা থেকে বিমানবন্দরে যেতে হলে করুণাময়ী ব্রিজ, আনোয়ার শাহ কানেক্টর হয়ে বাইপাস ধরে গেলে ভালো হয়৷ আপৎকালীন পরিস্থিতিতে কেউ রাস্তায় আটকে পড়লে, প্রয়োজনে কলকাতা পুলিশের ‘১০০ ডায়াল’-এ ফোন করলে সাহায্য মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =