করোনা রুখতে ১০ লক্ষ অনুদান কলকাতা বিশ্ববিদ্যালয়ের

করোনা রুখতে ১০ লক্ষ অনুদান কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলকাতা: করোনা আবহে কলকাতায় চলছে করোনা।আর তাই করনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠন করা হয়েছে ত্রাণ তহবিল ।আর তাই এবার কলকাতা বিশ্ববিদ্যালয় করোনা মোকাবিলায় ১০ লক্ষ টাকা অনুদান কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

কিছু দিন আগেই ভিডিও কনফারেন্স করে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের করোনা মোকাবিলায় অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেয় এবার শিক্ষামন্ত্রী সেই ডাকে সাড়া দিল কলকাতা বিশ্ববিদ্যালয়।মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কলকাতা বিশ্ববিদ্যালয় তরফে দেওয়া হল ১০ লক্ষ টাকা। ক্রমাগত লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা ২২ ।রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের।

শনিবার রাতেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের খবর পাওয়া যায়৷ ওই মহিলা চেন্নাই থেকে শিলিগুড়ি হয়ে কালিম্পং গিয়েছিলেন৷ কিন্তু শরীর খারাপ বেশি থাকায় তিনি শিলিগুড়িতে ফিরে আসেন৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন৷ ওই মহিলা রবিবার রাত দু’টোর সময় মারা যান৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই মহিলার সঙ্গে সরাসরি বিদেশ যাত্রার যোগসূত্র রয়েছে৷ তবে তা খতিয়ে দেখা হচ্ছে৷  বাংলায় মৃতের সংখ্যা বেড়ে দুই৷ আগে এক প্রৌঢ় করোনায় আক্রান্ত হয়ে মারা যান৷ ওই প্রৌঢ়ের ছেলে কয়েকদিন আগে আমেরিকা থেকে এসেছিলেন বলে প্রতিবেশীরা অভিযোগ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *