সুখবর! উৎসবের আগে পেনশনভোগীদের এক্স-গ্রাসিয়া দেবে নবান্ন

সুখবর! উৎসবের আগে পেনশনভোগীদের এক্স-গ্রাসিয়া দেবে নবান্ন

কলকাতা:  উৎসবের আগে রাজ্য সরকারের পেনশন হোল্ডারদের জন্য সুখবর৷ তাঁদের স্বস্তি দিতে বেশ কিছু পদক্ষেপ করল সরকার৷ প্রভিশনাল পেনশন হোল্ডার সহ রাজ্য সরকারের যে সকল পেনশনভোগী ২০১৯ এর ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছেন এমনকী যাঁরা ২০১৯-এর ৩০ সেপ্টেম্বরের থেকে ১ সেপ্টেম্বর ২০২০র আগে অবসর নেবেন, তাঁদের জন্যই এই পদক্ষেপ৷ ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত যে সকল পেনশনভোগীর ডেয়ারনেস রিলিফ ২৯,৭০০ টাকার কম, তাঁদের ২ হাজার টাকা অন্তর্বর্তী ভাতা বা এক্স-গ্রাসিয়া দেওয়া হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার৷ 

এই অনুদান গ্রাহ্য হবে ফ্যামিলি পেনশন, এক্স-গ্রাসিয়া ফ্যামিলি পেনশন এবং অ্যাড হক ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও৷ তবে যাঁরা রাজ্য সরকারের অ্যাড হক বোনাস পাবেন, তাঁরা এই ভাতা পাবেন না৷ রাজ্য সরকারের পেনশনভোগীরা যে পাবলিক সেক্টর ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেনশন তোলেন, সেই অ্যাকাউন্টেই পাঠানো হবে এক্স-গ্রাসিয়ার টাকা৷ শীঘ্রই ব্যাংকগুলির কাছে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৷ 

মেমোরেন্ডামে রাজ্য সরকারের পেনশনভোগীদের মাথা পিছু ২,২০০ টাকা এক্স-গ্রাসিয়া দেওয়ার কথা বলা হয়েছে৷ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ছাড়াও এই এক্স-গ্রাসিয়ার টাকা পাবেন শিক্ষক-অশিক্ষক, বেসরকারি স্কুল, পঞ্চায়েত, মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপালিটিসের পেনশনভোগীরাও৷ 

যাঁরা এই এক্স-গ্রাসিয়ার টাকা পাওয়ার যোগ্য, অথচ পেনশন বা ফ্যামিলি পেনশন এখনও চালু হয়নি, তাঁরাও কিন্তু এই টাকা পাবেন৷  ২০২০ সালে ইদ-উল-ফিতরের আগেই এই এক্স-গ্রাসিয়ার টাকা দেওয়া হবে মুসলিম পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের৷ 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 10 =