পুজো শেষ, ছুটি আরও বাকি! নভেম্বরে ১৩ দিন বন্ধ সরকারি অফিস, ব্যাঙ্ক ছুটি ১৫ দিন

কলকাতা: পুজোর লম্বা ছুটি কাটিয়ে সদ্যই অফিসে ফিরেছেন সরকার কর্মীরা৷ তবে ছুটি এখনও ফুরোয়নি৷ নভেম্বর মাস জুড়েও ছুটি৷ আগামী মাসে ১৩টি ছুটি পাবেন রাজ্য সরকারির কর্মীরা। আগামী ১২ নভেম্বর শ্যামা পুজো৷ সে দিন অবশ্য রবিবার৷ তবে রাজ্য সরকার কালীপুজো উপলক্ষ্যে ১৩ ও ১৪ নভেম্বর অতিরিক্ত ছুটি দিয়েছে। আবার ১৫ নভেম্বর রয়েছে ভাইফোঁটা৷ ওই দিনে আবার বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি৷ দুই ছুটি একদিনে পড়ায় ১৬ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ফের ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন। ঘটনাচক্রে, এই বছর ছটপুজোও পড়েছে রবিবার৷ ১৯ নভেম্বর। তাই ছটেরও অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে ২০ নভেম্বর৷ সেই হিসাবেই ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত টানা ছুটি রয়েছে রাজ্যের সরকারি দফতরে। এখানেই শেষ নয়, মাসের শেষ ছুটি ২৭ নভেম্বর। ওই দিন গুরুনানকের জন্মদিন৷ সেদিন সোমবার পড়ায় টানা তিনদিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা৷ ফলে পুজোয় মিস হলেও, নভেম্বরের ছুটিতে চাউলে ছোট খাটো টুর সেরে নিতেই পারেন৷
সরকার মূলত তিন ভাগে ছুটি দিয়ে থাকে। ১৯৮৮ সালের ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ (এনআই) অনুযায়ী গোটা দেশেই কিছু ছুটিবরাদ্দ থাকে সরকারি কর্মচারীদের জন্য। দ্বিতীয়ত, রাজ্য সরকার স্থানীয় উৎসব, পরবের ভিত্তিতে ছুটি দিয়ে থাকে৷ তৃতীয়ত, কিছু অতিরিক্তি ছুটি দেওয়ারও ক্ষমতা থাকে সরকারের হাতে।