কলকাতা: করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক৷ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা৷ এই পরিস্থিতিতে সরকারি কর্মচারিদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দেওয়া হল৷ করোনাকালে সংক্রমণ রুখতে ৫০ শতাংশ হাজিরার নির্দেশ দিয়েছিল নবান্ন৷ কিন্তু সেই নিয়ম বদলে ফের সম্পূর্ণ শক্তি নিয়েই চলবে সরকারি দফতর৷ সমস্ত দফতরের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন- ম্যাগ্মা ফাউন্ডেশনের স্কলারশিপে ছাত্রদের টপকে নজির ছাত্রীদের
সম্প্রতি নবান্ন থেকে এই বিষয়ে সমস্ত দফতরের আধিকারিকদের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সরকারি দফতরে কর্মীদের ৫০ শতাংশ হাজিরার কথা বলা হয়েছিল৷ ‘রোস্টার’ মেনে হাজিরা দিতেন সরকারি কর্মীরা৷ সরকারি দফতরে ৫০ শতাংশ কর্মীকে পর্যায়ক্রমে ব্যবহার করা হচ্ছিল। তবে এবার আর রোস্টার নয়৷ সকল কর্মীকে প্রতিদিন দফতরে হাজিরা দিতে হত না৷ কিন্তু নয়া নির্দেশিকায় অনুযায়ী, এবার থেকে সমস্ত সরকারি কর্মীদের আগের মতোই প্রতিদিন দফতরে হাজিরা দিতে হবে৷ বাতিল হয়ে যাবে রোস্টার সিস্টেম৷
কিন্তু কেন এই ব্যবস্থা? এর উত্তর হিসাবে নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক৷ গণপরিবহণ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে৷ লোকাল ট্রেন, বাস, মেট্রো চলছে নিয়মিত ভাবেই৷ ফলে অফিস আসার ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই৷ সেকারণেই প্রতিটি দফতরে ১০০ শতাংশ কর্মী হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- গণতন্ত্র লুন্ঠন থেকে সাংবাদিকদের উপর হামলা, ‘হীরের রাজ্যের’ অভিজ্ঞতা শোনালেন মানিক
এছাড়াও একুশের ভোটকে পাখির চোখ করে রাজ্য সরকার দুটি প্রকল্প চালু করেছে৷ দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান৷ এই দুই প্রকল্পের জন্যেও প্রচুর কর্মীকে কাজ করতে হচ্ছে৷ সেই দিকটি বিবেচনা করেও সরকার চাইছে এখন থেকে প্রতিদিন সকল কর্মী দফতরে হাজিরা দিক। ভোটের আগে এই দুই প্রকল্পকে বাস্তবায়িত করা সরকারের অন্যতম লক্ষ্য৷