কলকাতা: সরকারি হাসপাতালে সাধারণ রোগীর চিকিৎসায় অনুমতি লাগবে না৷ বেসরকারি হাসপাতালগুলিতে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা চালু করার আবেদন জানিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর৷
গত ২৮ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক গাইডলাইনে দেশের সমস্ত হাসপাতালে করোনা ছাড়াও অন্যান্য রোগীদের জন্য স্বাভাবিক পরিষেবা চালু করার বিষয়ে বলা হয়েছিল৷ এরাজ্যেও করোনা পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে হাসপাতালগুলিতে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছিল৷ বিশেষত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতেও অন্যান্য রোগের চিকিৎসা প্রায় বন্ধ ছিল বলে অভিযোগ উঠছিল৷ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর বৃহস্পতিবার সাধারণ চিকিৎসা ব্যবস্থা কর্যকর করার বিষয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন৷
নির্দেশিকা অনুসারে এখন থেকে সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে হবে কাউকে ফেরানো যাবেনা। করোনার উপসর্গ থাকলেও রোগীকে ফেরানো যাবেনা। সরকারের অনুমতি ছাড়াই তাঁর টেস্ট করার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে। মঙ্গলবারই এবিষয়ে সাতটি চিকিৎসক সংগঠনের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই এই নতুন নির্দেশিকার কথা উল্লেখ করেছিলেন মুখ্যসচিব।
It is clarified that no government approval is required for either admitting or treating any patient in any healthcare facility or for testing an individual for COVID19 as per ICMR’s testing protocol. No patient can be denied health services for any reason: Govt of West Bengal pic.twitter.com/g3ja0joslI
— ANI (@ANI) April 30, 2020