Aajbikel

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি সিন্‌হার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

 | 
অমৃতা সিনহা

কলকাতা:  পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। ঘটনা পরম্পরায় সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার বেঞ্চ পরিবর্তিত হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে। নতুন বেঞ্চে মামলা সরতেই সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার৷ কিন্তু, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন বিচারপতি সিন্‌‌হা। তিনি রাজ্যের আর্জি খারিজ করে দেন। অর্থাৎ, কলকাতা হাই কোর্টের নির্দেশে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।

পুর মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘ইডির আবেদনের ভিত্তিতে পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতির বিচারাধীন বিষয় নয়। তাহলে  তিনি কী ভাবে এই নির্দেশ দিলেন?’’ এজি আরও বলেন, ‘‘হাই কোর্টের প্রধান বিচারপতি ঠিক করেন কোন বিচারপতির এজলাসে কোন মামলার বিচার করবেন। ওই বেঞ্চে পুরসভার মামলা নেই। তাই এই মামলা শোনার এক্তিয়ারও ওঁর নেই৷ ” তাঁর আরও সংযোজন, “আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের৷  সাধারণত কোনও ঘটনা ঘটলে তা রাজ্যে পুলিশই তদন্ত করে। খুবই কম ক্ষেত্রে অন্য সংস্থার হাতে তদন্তভার দেওয়া হয়। এ ক্ষেত্রে রাজ্যকে সুযোগই দেওয়া হয়নি। তাই ইডির আবেদন কোনও ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না৷”

এদিকে, মামলকারীদের আইনজীবীর বক্তব্য, পুরসভা দুর্নীতির সঙ্গে শিক্ষা দুর্নীতি মিশে গিয়েছে। কারণ, এখানেও আর্থিক দুর্নীতি হয়েছে। প্রায় ২০০ কোটি টাকার খেলা চলেছে৷ 

Around The Web

Trending News

You May like