১০০ দিনের কাজের টাকা মেটাতে টাস্ক ফোর্স গড়ল রাজ্য, উপকৃত হবেন সাড়ে ২৪ লক্ষ শ্রমিক

১০০ দিনের কাজের টাকা মেটাতে টাস্ক ফোর্স গড়ল রাজ্য, উপকৃত হবেন সাড়ে ২৪ লক্ষ শ্রমিক

task force

কলকাতা: কেন্দ্রের উপর নির্ভরতা নয়, রাজ্যই মেটাবে ১০০ দিনের বকেয়া টাকা৷ ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১০০ দিনের কাজের টাকা দিতে এবার টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা পৌঁছে যাবে শ্রমিকদের অ্যাকাউন্টে। সূত্রের খবর, এই টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন পঞ্চায়েত সচিব পি উলগানথন। তাঁর সঙ্গে ওই কমিটিতে রাখা হয়েছে আরও তিন আইএএস আধিকারিককে। সরকারি সূত্রের খবর, ১০০ দিনের টাকা মেটাতে এই টাস্ক ফোর্সে কাজ করবেন মোট আট জন সরকারি আধিকারিক। গ্রাম বাংলার মোট ২৪ লক্ষ ৫০ হাজার লক্ষ মানুষ বকেয়া টাকা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =