কবে হবে পুরভোট? আদালতকে জবাব রাজ্যের, নিয়োগ হবে স্পেশ্যাল অফিসার!

এখনও পুরভোট হবে না রাজ্যে। আদালতকে এ কথা রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এও শোনা গিয়েছে পুরভোট মামলার পরবর্তী শুনানির আগেই এনিয়ে পদক্ষেপ নিতে পারে রাজ্য। কলকাতা পুরসভায় স্পেশ্যাল ইনডিপেন্ডেন্ট অফিসার নিয়োগ করা হতে পারে। 

কলকাতা: এখনও পুরভোট হবে না রাজ্যে। আদালতকে এ কথা রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এও শোনা গিয়েছে পুরভোট মামলার পরবর্তী শুনানির আগেই এনিয়ে পদক্ষেপ নিতে পারে রাজ্য। কলকাতা পুরসভায় স্পেশ্যাল ইনডিপেন্ডেন্ট অফিসার নিয়োগ করা হতে পারে।

রাজ্য সরকার আশঙ্কা করছে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার নিয়োগ করতে পারে আদালত। তার আগে সরকারের পক্ষ থেকেই সেই পদে স্পেশ্যাল অফিসার বসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আদালতকে আরও একটি কথা জানাতে চায় প্রশাসন। সূত্রের খবর, রাজ্য সরকার আদালতকে বলতে চায় যে এখনই তাদের ভোট করানোর ইচ্ছা নেই। যদিও এ নিয়ে তৃণমূলের অন্দরেই মতবিরোধ রয়েছে। সূত্রের খবর, ফিরহাদ হাকিম-সহ প্রশাসনের একাধিক কর্তা ভোট করাতে চান। কিন্তু দলেরই আবার কিছু নেতা ও বিধায়ক পুরভোট করানোর বিপক্ষে। উল্লেখযোগ্য ব্যাপার হল প্রশান্ত কিশোরও চাইছেন না এই পরিস্থিতিতে পুরভোট হোক।

ভোট করানো নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন কলকাতা পুরভোটে তৃণমূল জিতবে। তাঁর মতে এই জয়ের ফলে দলের কর্মীরা উদ্বুদ্ধ হবেন ও মানুষের কাছেও বার্তা পৌঁছবে। তাঁর এই যুক্তি দলের অনেকে মেনে নিলেও অনেকে বলছেন কলকাতার পুরভোট হলে সেখানে হিংসা হতে পারে। আর যদি তা হয় তবে সেই খবর অবশ্যই প্রকাশ পাবে। সেক্ষেত্রে সুবিধা হবে বিজেপির। সেই খবরের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটা সুযোগ পেয়ে যাবে। সম্ভবত সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে রিস্ক নিতে চাইছেন না প্রশান্ত কিশোরও। তিনিও তাই পুরভোট করানোর বিপক্ষে।

তবে আদালতে ভোট না করানোর কারণ হিসেবে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করা হবে বলে খবর। নির্বাচন কমিশনকেও সেই কথাই জানানো হবে। ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। গত শুনানিতে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছিল যদি পরের বার সরকার পুরভোটের দিন না জানায় তবে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার নিয়োগ করবে তারা। তাই তার আগেই সরকার কোনও IPS-কে এই দায়িত্ব দিতে চলেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =