ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ, কোন কোন জেলায় কনটেনমেন্ট জোন?

ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ, কোন কোন জেলায় কনটেনমেন্ট জোন?

কলকাতা: উৎসবের মরশুমে ফের করোনা আতঙ্ক। দুর্গা পুজো মিটতেই বাড়তে শুরু করেছে সংক্রমণ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নাইট কারফিউর উপর বেশি করে জোড় দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে কলকাতা তো বটেই সংক্রমণ বাড়তে শুরু করেছে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর  পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে।

আরও পড়ুন- ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়, কেমন আছেন তিনি?

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগণায় মাইক্রো কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও আলিপুর (সদর), বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার ১৩টি থানা এলাকায় মোট ৪২টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। জেলা স্বাস্থ্যদফতর ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ ফের উর্ধ্বমুখী করোনার গ্রাফ। এসএসকেএম হাসপাতালের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান,  আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন। রোগী নিজেই বুঝতে পারছেন না তিনি করোনা আক্রান্ত। তাই তাঁদের থেকে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে৷ সংক্রমণ ঠেকাতে আপাতত অস্ত্র টিকাকরণ৷ 

এছাড়াও রাজ্যে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় রয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার দশটি ওয়ার্ডের ১৯টি এলাকা। মহেশতলা পুরসভার ১৪ ও ৩৩ নম্বর ওয়ার্ডের দু’টি, ডায়মন্ড হারবার পুরসভার ৪ ও ১০ নম্বর ওয়ার্ডের দু’টি এলাকা৷ বিধানসভা এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন রয়েছে ১৩টি৷ দুর্গা পুজো মিটতেই দেখা যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এবং বারাকপুর মহকুমা এলাকায় সংক্রমণের হার উর্ধমুখী৷ পরিস্থিতি মোকাবিলায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করে প্রশাসন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা সাড়ে ৪০০-র কাছাকাছি৷তবে কিছুটা কম দৈনিক সংক্রমণ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৩ জনের৷ এক দিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০৬৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জনের৷ মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৮ জন৷  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা  ৯৮৯ জন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =