রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর পত্রযুদ্ধ! তথ্য-সহ সত্য ফাঁসের হুঁশিয়ারি রাজ্যপালের

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর পত্রযুদ্ধ! তথ্য-সহ সত্য ফাঁসের হুঁশিয়ারি রাজ্যপালের

কলকাতা: করোনা মহামারীর আবহে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত৷ রাজ্যের দুই সাংবিধানিক প্রধানের পত্রযুদ্ধ ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি৷ রাজ্যপালের এক্তিয়ার মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পাতার চিঠির৷ পাল্টা পাঁচ পাতার চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ চালিয়েছেন রাজ্যপাল৷ সংবিধান রাজ্যকে ইচ্ছা মত চলতে দিতে পারে না৷ তথ্য-সহ সত্য ফাঁসের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রাজ্যপাল৷
মুখ্যমন্ত্রী পাঁচপাতা চিঠির পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল৷ পত্রযুদ্ধে ঘিরে সপ্তমে রাজ্যের রাজ্যপালের সংঘাত৷ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল লিখেছেন, ‘‘আপনার কথা মানতে হলে আমাকে নিষ্ক্রিয় থাকতে হবে৷’’

করোনা আবহে রাজ্য সরকারকে রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল৷ বৃহস্পতিবার সংঘাত বাড়িয়ে রাজ্যপালকে পাতার একটি চিঠি পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ চিঠিতে রাজ্যপালের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘‘মনে হয় আপনি ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী৷ রাজ্যপাল মনোনীত৷ আপনি আমার ও আমার মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন৷ কিন্তু আম্বেদকরের কথা উপেক্ষা করতে পারেন না৷ আপনার মন্তব্য আমার অফিসারকে অপমান করছে৷ আমাকে হতবাক করেছে৷’’ মুখ্যমন্ত্রী রাজ্যপালের এক্তিয়ার মনে করিয়ে দিয়ে ১৯৪৯ সালের ৩১ মে বাবাসাহেব আম্বেদকরের সংবিধান সভায় বলেছিলেন, ‘‘আমরা মনে করি রাজ্যপালের ক্ষমতা এতটাই সীমাবদ্ধ, এতটাই নগণ্য, রাজ্যপালের জায়গা এতটাই আলংকারিক যে তাদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তির ভোটে এগিয়ে আসবেন৷’’

করোনায় রেশন বণ্টন সমস্যা ঘিরে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল৷ পাল্টা মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠিয়ে রাজ্যপালের জানিয়েছেন, ‘‘আমার জানিয়ে দেওয়া প্রয়োজন, আপনারদের তরফে সম্পূর্ণ ব্যর্থতা দেখা গিয়েছে৷ বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমার বার্তা অগ্রাহ্য করেছেন৷ আপনার কথা মতো আমাকে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়৷ রাজভবনে বন্দি হয়ে যেতে হয় এবং করোনা বিপর্যয়ের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়৷ আপনি সাংবিধানিকভাবে ব্যর্থ৷ সংবিধান রাজ্যকে ইচ্ছা মত চলতে দিতে পারে না৷’’ তথ্য সহ সত্য ফাঁস করাও হুঁশিয়ারি দিয়ে রেখেন রাজ্যপাল৷