governor
কলকাতা: বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথমেই তৃণমূলকে প্রস্তাব দিয়েছিলেন উত্তরবঙ্গে তাঁর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু প্রাথমিকভাবে সেই প্রস্তাবে রাজি না হয়ে ‘জমিদারি’ কটাক্ষ করেছিল ঘাসফুল। এখন তারা রাজ্যপালের সাক্ষাতের সময় পেল, কিন্তু কলকাতায় নয়, সেই উত্তরবঙ্গেই। রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে তৃণমূল কংগ্রেসকে সময় দেওয়া হল শনিবার। দার্জিলিং গিয়ে তাঁর সঙ্গে দেখা করবে তৃণমূলের তিন সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন ধর্না মঞ্চেই।
একাধিক সদস্য, সমর্থক এবং নেতা-মন্ত্রীদের সঙ্গে নিয়ে অভিযান করে গতকাল রাজভবনে এসেছে তৃণমূল। কিন্তু রাজ্যপালের সাক্ষাৎ না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই ধর্না দিতে শুরু করেন। তিনি স্পষ্ট জানান, রাজ্যপালের সঙ্গে দেখা না করে তারা নড়বেন না সেখান থেকে। ইতিমধ্যেই অবশ্য জানা গিয়েছে, দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, সেই সময় দিয়েছেন তিনি। তাই শনিবারই তৃণমূলের তিন জন সদস্য উত্তরবঙ্গ যাচ্ছেন বলে খবর। কিন্তু এখানেই শেষ নয় অভিযান। তৃণমূল জানিয়েছে, মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাঁকে দেখা করতেই হবে। তত দিন ধর্না চালিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের ‘সাংবিধানিক প্রধান’-নয়, বরং তৃণমূলের কাছে রাজ্যপাল বাংলায় নিযুক্ত ‘কেন্দ্রের প্রতিনিধি’৷ আর ঠিক সেই কারণেই দিল্লিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্যপালের হাতে ৫০ লক্ষ চিঠি তুলে দেওয়া হবে, যেটা কেন্দ্রের মন্ত্রীকে দেওয়া যায়নি। বৃহস্পতিবার তাঁর ডাকেই রাজভবন অভিযান করে তৃণমূল।